Last Updated:
Accident news: বাইকে কোলকাতায় কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাগজোলা ক্যানেল রোড ধরে। সোনপুর সেতু পেরিয়ে কলকাতার দিকে যেতে থাকে ঠিক অপর দিক থেকে আসা প্রচণ্ড গতিতে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের।

উত্তর ২৪ পরগনা: কলকাতায় কাজে যাওয়ার পথে বাস পিষে দিল যুবককে, আহত আরও ১ পথচারী। এলাকায় কাজ নেই, সেজন্য পেটের তাগিদে কলকাতায় সিকিউরিটি গার্ড এর কাজ করতেন সুন্দরবন এলাকার হারু আর কুলটির কামারগাতি এলাকার অন্য যুবক।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে! সঙ্গে বজ্রপাত এবং প্রবল ঝড়, সাবধান
সংসারের হাল ধরতে অন্যান্য দিনের ন্যায় এদিনও দেবাশিস মণ্ডল ও সুদীপ ঢালী নামের ২ যুবক রাতে বাইকে কোলকাতায় কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাগজোলা ক্যানেল রোড ধরে। সোনপুর সেতু পেরিয়ে কলকাতার দিকে যেতে থাকে ঠিক অপর দিক থেকে আসা প্রচণ্ড গতিতে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। সেখানে বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দেবাশিষ মণ্ডলের। গুরুতর জখম হয় পিছনে থাকা যুবক সুদীপ ঢালি।
সুদীপ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় কলকাতার একটি সরকারি হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি কুলটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারগাতি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পুলিশ প্রশাসনের একাধিক পথ নিরাপত্তা জনিত সতর্কতামূলক বার্তা, সচেতনতার পরেও কিভাবে একের পর এক পথ দুর্ঘটনা বেড়েই চলেছে প্রায় প্রকার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 22, 2025 2:42 PM IST
ডায়না, লালু, ভোলা, বেবি…বাড়ির ছাদেই ঘুমিয়ে ৪ ‘সন্তান’! আর কখনও ঘুম ভাঙবে না…তবু সকাল শুরু হয় এইভাবেই!