Accident Death: মাত্র ৩৫-এ সব শেষ…! পিষে দিল দানব বাস, ছিটকে পড়েই মৃত্যু টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর, শোক-হাহাকার পরিবারে

Accident Death: মাত্র ৩৫-এ সব শেষ…! পিষে দিল দানব বাস, ছিটকে পড়েই মৃত্যু টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর, শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Accident Death: বৃহস্পতিবার সন্ধ্যায় বাইক দুর্ঘটনায় মৃত্যু এক মহিলা সঙ্গীত শিল্পীর। সন্ধ্যে ৬ টা নাগাদ উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট মুখি লেনে দুর্ঘটনা ঘটে।

প্রতীকী ছবিAccident Death: মাত্র ৩৫-এ সব শেষ…! পিষে দিল দানব বাস, ছিটকে পড়েই মৃত্যু টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর, শোক-হাহাকার পরিবারে
প্রতীকী ছবি

উলুবেড়িয়া: বৃহস্পতিবার সন্ধ্যায় বাইক দুর্ঘটনায় মৃত্যু এক মহিলা সঙ্গীত শিল্পীর। সন্ধ্যে ৬ টা নাগাদ উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট মুখি লেনে দুর্ঘটনা ঘটে।

মৌমিতা দেবনাথ (৩৫) নামে ওই শিল্পী যখন বাইকের পিছনে বসে নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন সেই সময় বাগনান শ্যামবাজার রুটের একটি বাস পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই সঙ্গীত শিল্পী। তাকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে মৌমিতা দেবনাথের বাড়ি উলুবেরিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়া সিপাই পাড়ায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতার পরিবারের লোকজন। তারা জানিয়েছেন মৌমিতা ছিলেন বেতার এবং টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।

এছাড়াও বিভিন্ন শহরে নিয়মিত সে অনুষ্ঠান করতেন। আজ একজন পরিচিতের বাইকে চেপে যখন উলবেরিয়ার নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে। আটক করা হয়েছে বাসের চালককে। ইতিমধ্যেই ঘটনাটির পুরোদস্তুর তদন্ত করছে পুলিশ৷

সন্তু মালিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Accident Death: মাত্র ৩৫-এ সব শেষ…! পিষে দিল দানব বাস, ছিটকে পড়েই মৃত্যু টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর, শোক-হাহাকার পরিবারে

Scroll to Top