Last Updated:
Accident: বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির গোঘাটে। বাসের সঙ্গে মাল বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ। আর তাতেই মৃত্যু ১ ব্যক্তির। জখম প্রায় ১৫ জন বাসযাত্রী। জখমদের মধ্যে ২ জন শিশুও রয়েছে।

শুভদীপ ঘোষ, গোঘাট: বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির গোঘাটে। বাসের সঙ্গে মাল বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ। আর তাতেই মৃত্যু ১ ব্যক্তির। জখম প্রায় ১৫ জন বাসযাত্রী। জখমদের মধ্যে ২ জন শিশুও রয়েছে।
তাঁদের প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রায় ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনায় গোঘাট থানার পুলিশ বাসটি আটক করলেও ঘাতক ট্রাক্টরটি পলাতক।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 9:09 PM IST