Last Updated:
Accident: হলদিয়া মেছেদা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১, অবরোধ বিক্ষোভ।

তমলুক: হলদিয়া মেছেদা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১, অবরোধ বিক্ষোভ । হলদিয়া মেচেদা জাতীয় সড়কের ভান্ডারবেড়িয়ায় একটি দ্রুত গতিতে আসা একটি লরি একটি মেশিনভ্যান ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
Sandeshkhali Hospital: পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ৮ কোটি টাকা, সন্দেশখালি হাসপাতাল ঢেলে সাজাচ্ছে রাজ্য