Accident: মর্মান্তিক! আর ফেরা হল না বাড়িতে, বজ্রপাতে মৃত্যু হল ১ ব্যক্তির, শোকের ছায়া পরিবারে

Accident: মর্মান্তিক! আর ফেরা হল না বাড়িতে, বজ্রপাতে মৃত্যু হল ১ ব্যক্তির, শোকের ছায়া পরিবারে

Last Updated:

Accident: বজ্রপাতে মৃত্যু পুরুলিয়ায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে মানবাজার থানার কেন্দবেদা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় মানবাজার থানা এলাকার বাসিন্দা অষ্টম নারায়ন দেব সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সেইসময় ঘটে দুর্ঘটনাটি।

প্রতীকী ছবিAccident: মর্মান্তিক! আর ফেরা হল না বাড়িতে, বজ্রপাতে মৃত্যু হল ১ ব্যক্তির, শোকের ছায়া পরিবারে
প্রতীকী ছবি

পুরুলিয়া: বজ্রপাতে মৃত্যু পুরুলিয়ায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে মানবাজার থানার কেন্দবেদা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় মানবাজার থানা এলাকার বাসিন্দা অষ্টম নারায়ন দেব সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সেইসময় ঘটে দুর্ঘটনাটি।

Next Article

Matua Mela 2025: ঠাকুরনগরে মতুয়া মেলা নিয়ে টানাপড়েন এখনও, ভক্তরা চাইছেন নির্বিঘ্নেই হোক বারুণী স্নান

Scroll to Top