Last Updated:
রবিবার রাতে পুণের ওয়াঘলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশুর৷ আহত হয়েছেন আরও ৬ জন৷
পুণে: শীতের রাতে ফুটপাথেই নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন কিছু মানুষ৷ ভারতের বহু শহরেই যে ছবি পরিচিত৷ ঘুমন্ত সেই ফুটপাথবাসীদেরই ডাম্পারের চাকায় পিষে দিলেন মদ্যপ চালক৷
রবিবার রাতে পুণের ওয়াঘলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশুর৷ আহত হয়েছেন আরও ৬ জন৷ রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, ওই ফুটপাথে যাঁরা ঘুমিয়েছিলেন তাঁদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক৷ কাজের খোঁজে পুণেতে এসেছিলেন তাঁরা৷
যে তিনটি শিশুর মৃত্যু হয়েছে, তাদের বয়স যথাক্রমে ১, ২ এবং ৩ বছর৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাথের যে অংশে ডাম্পারটি উঠে পড়ে, সেখানেই ঘুমিয়ে ছিলেন ৯ জন৷ কিছু বোঝার আগেই তাঁদের পিষে দেয় ওই ডাম্পারটি৷
স্থানীয় থানার সামনেই এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশকর্মীরা দ্রুত ছুটে এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, ঘাতক ডাম্পারটির চালক আকণ্ঠ মদ্যপান করেছিল৷ গাড়ির উপরে কোনও নিয়ন্ত্রণই ছিল না তার৷ প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, দুর্ঘটনার আগে ডাম্পারটি রাস্তা দিয়ে এঁকে বেঁকে এগিয়ে আসছিল৷
ঘটনার পর অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ৷ আটক করা হয়েছে ডাম্পারটিকেও৷ একটি বেসরকারি সংস্থার হয়ে ডাম্পারটি কাজ করত৷ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে ওই সংস্থার আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
Kolkata,West Bengal
December 23, 2024 12:43 PM IST