Accident: মর্মান্তিক, সব শেষ…! চাকার তলায় পিষে গেল দু বছরের শিশু… কান্নায় ভাসছে গোটা এলাকা

Accident: মর্মান্তিক, সব শেষ…!  চাকার তলায় পিষে গেল দু বছরের শিশু… কান্নায় ভাসছে গোটা এলাকা

Last Updated:

তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন।Accident: মর্মান্তিক, সব শেষ…!  চাকার তলায় পিষে গেল দু বছরের শিশু… কান্নায় ভাসছে গোটা এলাকা
তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

হাড়োয়া, জিয়াউল আলম: ধান বোঝাই ইঞ্জিনভ্যানের চাকার তলায় পড়ে মৃত্যু দু বছরের শিশু পুত্রের। ঘটনায় আটক করা হয়েছে ভ্যানচালককে।

স্থানীয় সূত্রে খবর, হাড়োয়া বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকারই বাসিন্দা শিশিুটি। রাস্তা করার সময়েই ধান বোঝাই ইঞ্জিন ভ্যান এসে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির গায়ে উঠে পড়ে। তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ভ্যান চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

আরও পড়ুন: জন্ম কলকাতায়, সোনালি দিন ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বাজি এক বাঙালি! কে এই জয় ভট্টাচার্য?

গাড়ির ধাক্কায় শিশুমৃত্যুর ঘটনা প্রায়শই সামনে আসছে। বাঁশদ্রোণীর ঘটনাও আমাদের মনে আছে। সম্প্রতি চোপড়াতেও একই রকমের ঘটনা ঘটেছে। স্কুল বাসের জন্য রাস্তায় মায়ের সঙ্গে অপেক্ষা করছি চার বছরের ছেলে৷ আচমকাই বেপরোয়া গতিতে এসে একটি ছোট গাড়ি ধাক্কা মারে তাকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খুদের৷ বারবার কেন একই ঘটনা, প্রশ্ন উঠছে।

Scroll to Top