Last Updated:
প্রতিটি স্তরেই টিকিটের দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে বলে জানিয়ে দিয়েছে রেল৷

কলকাতা: একটি নয়, আপাতত শিয়ালদহ ডিভিশনের দুই রুটে এসি লোকালে চড়ার সুযোগ পাবেন যাত্রীরা৷ পূর্ব রেল সূত্রে খবর, আপাতত শিয়ালদহ কৃষ্ণনগর এবং শিয়ালদহ বনগাঁ রুটে চলবে নতুন এসি লোকাল৷ তবে এসি লোকালে চড়তে গেলে সাধারণ লোকাল ট্রেনের তুলনায় ভাড়াও পড়বে পাঁচ থেকে ছ গুন বেশি৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ২৯ টাকা৷
শুধু দৈনিক নয়, সাধারণ লোকাল ট্রেনের মতো এসি লোকালেও মাসিক টিকিটের ব্যবস্থা থাকছে৷
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ কৃষ্ণনগর রুটে সোদপুর পর্যন্ত ভাড়া হবে ২৯ টাকা, মাসিক টিকিটের দাম পড়বে ৫৯০ টাকা৷ ব্যারাকপুর পর্যন্ত ভাড়া হবে ৫৬ টাকা, মাসিক টিকিট পড়বে ১২১০ টাকা৷ নৈহাটি পর্যন্ত ভাড়া পড়বে ৮৫ টাকা, মাসিক টিকিট ১৭২০ টাকা৷ শিয়ালদহ-রানাঘাট দৈনিক টিকিটের দাম ১১৩ টাকা এবং মাসিক টিকিটের দাম ২৩১০ টাকা পড়বে৷ কৃষ্ণনগর পর্যন্ত যেতে ভাড়া পড়বে ১৩২ টাকা, মাসিক টিকিট পড়বে ২৬৮০ টাকা৷
একই ভাবে শিয়ালদহ বনগাঁ শাখায় বারাসত পর্যন্ত যেতে দৈনিক টিকিট ৫৬ টাকা এবং মাসিক টিকিট ১২১০ টাকা পড়বে৷ হাবড়া যেতে ভাড়া পড়বে ৮৫ টাকা, মাসিক টিকিট পড়বে ১৭২০ টাকা৷ বনগাঁ যেতে ভাড়া পড়বে ১১৩ টাকা এবং মাসিক টিকিটের দাম পড়বে ২৩১০ টাকা৷
প্রতিটি স্তরেই টিকিটের দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে বলে জানিয়ে দিয়েছে রেল৷ স্বভাবতই প্রশ্ন উঠছে এত ভাড়া দিয়ে এসি লোকালে চড়ার পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না৷
রেল কর্তারা অবশ্য বলছেন, বাতানুকূল কোনও গাড়ি ভাড়া করে এই একই দূরত্বে যেতে সাধারণ মানুষকে অনেক বেশি খরচ করতে হয়৷ সেই তুলনায় কম সময়ে আরামে এসি লোকালে করে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা৷ যেমন শিয়ালদহ থেকে এসি ক্যাব ভাড়া করে যেতে খরচ পড়বে কমবেশি আড়াই হাজার টাকা৷ সেখানে এসি লোকালে সেই ২৬৪ টাকায় কৃষ্ণনগরে যাতায়াত হয়ে যাবে৷ আপাতত এই এসি লোকালের প্রচারে এই কৌশল ব্যবহারেরই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল৷
Kolkata,West Bengal
June 20, 2025 10:16 PM IST