Abhishek Banerjee-Suvendu Adhikari: ফের শুভেন্দুর নিশানায় অভিষেক! ডায়মন্ড হারবার কেন্দ্রে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ

Abhishek Banerjee-Suvendu Adhikari: ফের শুভেন্দুর নিশানায় অভিষেক! ডায়মন্ড হারবার কেন্দ্রে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Abhishek Banerjee-Suvendu Adhikari: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয় নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ফের শুভেন্দুর নিশানায় অভিষেক! ডায়মন্ড হারবার কেন্দ্রে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগAbhishek Banerjee-Suvendu Adhikari: ফের শুভেন্দুর নিশানায় অভিষেক! ডায়মন্ড হারবার কেন্দ্রে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ
ফের শুভেন্দুর নিশানায় অভিষেক! ডায়মন্ড হারবার কেন্দ্রে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ

কলকাতাঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয় নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ৯০০-র বেশি বুথে ইভিএম মেশিনে টেপ লাগানো ছিল। আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ৭ লক্ষেরও বেশি ভোটে জয় পেয়েছিলেন অভিষেক।

তিনি আরও বলেন, “ডায়মন্ড হারবারে সোমেন মিত্র অনেক বড় নেতা ছিলেন, তিনি ৭০ হাজার ভোটে জিতেছিলেন। অনেক বড় নেতা আবু হাসনাত খান, তিনি ৫০ হাজার ভোটে জিতেছিলেন। অনেক বড় নেতা শমীক লাহিড়ি, তিনি ৯০ হাজার ভোটে জিতেছিলেন। অনেক বড় নেতা বামপন্থী অমল দত্ত, তিনিও সামান্য ভোটে জিতেছিলেন।”

২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ৭ লক্ষ ১০ হাজার ভোটে জিতেছিলেন, যা ছিল একটি রেকর্ড। এই বিশাল ব্যবধান নিয়ে প্রথম থেকেই বিজেপি প্রশ্ন তুলে আসছে। এর আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে একই ধরনের অভিযোগ করেছিলেন। তিনি সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে ডায়মন্ড হারবারে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে।তবে সেই অভিযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা একটি পেনড্রাইভে তথ্য নিয়ে অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। যদিও সেই তথ্যের বিষয়ে কোনো উত্তর এখনও পাওয়া যায়নি।

শুভেন্দু বলেন, ‘স্বাভাবিকভাবেই অভিষেক এখন নিজের এবং পরিবারের কথা ভেবে আতঙ্কিত। তিনি জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় বা বালু, অনুব্রত মণ্ডল ৩০ দিনের বেশি জেলে থেকেছেন। তাঁদের বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে, একবার ঢুকলে দু’বছরের আগে বেরোনোর কোনও উপায় নেই। এই আতঙ্ক থেকেই তিনি এমন মন্তব্য করছেন।’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee-Suvendu Adhikari: ফের শুভেন্দুর নিশানায় অভিষেক! ডায়মন্ড হারবার কেন্দ্রে জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ

Scroll to Top