Abhishek Banerjee: পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল,টোকিওয় রাসবিহারী বসুর সমাধিস্থল দেখে হতাশ অভিষেক

Abhishek Banerjee: পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল,টোকিওয় রাসবিহারী বসুর সমাধিস্থল দেখে হতাশ অভিষেক

Last Updated:

কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে আপাতত জাপানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিন, শুক্রবার জাপানের রাজধানী টোকিওয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে যান তিনি

Abhishek Banerjee In Japan
Image:X HandleAbhishek Banerjee: পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল,টোকিওয় রাসবিহারী বসুর সমাধিস্থল দেখে হতাশ অভিষেক
Abhishek Banerjee In Japan
Image:X Handle

কলকাতা: কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে আপাতত জাপানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিন, শুক্রবার জাপানের রাজধানী টোকিওয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে যান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার পর প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অভিষেক।

দিনের শেষে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ”শুক্রবার ছিল জাপানে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের টোকিও সফরের দ্বিতীয় দিন, এদিনটা গভীর আত্মচিন্তা ও লক্ষ্যভিত্তিক কূটনৈতিক সংলাপে পরিপূর্ণ। দিনের শুরুতে প্রয়াত দুই বিশিষ্ট বাঙালিকে শ্রদ্ধা নিবেদন করি, যাঁদের উত্তরাধিকার সীমান্ত ছাড়িয়ে বিস্তৃত — শ্রী রাশবিহারী বসু, যিনি বিদেশে থেকেও ভারতের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে গিয়েছেন, এবং বিচারপতি রাধাবিনোদ পাল, যাঁর নৈতিক অবস্থান বিশ্বজনীন ঐকমত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আজও সত্যনিষ্ঠ সাহসের অনন্য দৃষ্টান্ত।

ভারত–জাপান সংসদীয় সম্পর্ক আরও গভীর করতে আমরা দেখা করি জাপান–ইন্ডিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরার সঙ্গে। আমরা গণতান্ত্রিক সংলাপ ও প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করি।

এরপর আমরা দেখা করি জাপানের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার, মাননীয় ফুকুশিরো নুকাগার সঙ্গে। জাতির পক্ষ থেকে আমরা জাপানের দীর্ঘকালীন অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই এবং একটি বিভক্ত বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। আলোচনার সময় আমি তাঁকে ভারতে তাঁর পরবর্তী সফরের সময় পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানাই। দিনের শেষে আমরা একটি প্রেস ব্রিফিংয়ে অংশ নিই, যেখানে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেছি।”

Abhishek Banerjee 2nd day in Japan

Abhishek Banerjee 2nd day in Japan

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম গিয়েছেন জাপান। বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকের পরে শুক্রবার সে দেশের রাজধানী টোকিওয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থল ও প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভে শ্রদ্ধা জানান অভিষেক। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থল দেখে কার্যত হতাশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবহেলায় পড়ে থাকা সমাধিস্থলে দেখে দুঃখপ্রকাশ করেন তিনি। এই বিষয় নিয়ে জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন।

কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপানে গিয়ে ঠাঁসা কর্মসূচির মধ্যেই সময় বার করে প্রয়াত বিশিষ্ট দুই বাঙালিকে শ্রদ্ধা নিবেদন করেন অভিষেক তবে রাসবিহারী বসুর সমাধিস্থলের অবস্থা থেকে হতাশ তিনি। নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে তিনি লেখেন, “বাংলার এই মহান সন্তানকে শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ্য নিবেদন করতে পেরে গর্ব ও শিহরণ অনুভব করছি। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য ভারত তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে।” এর পরেই সমাধিস্থলের অবস্থা দেখে দুঃখপ্রকাশ করে লেখেন, ”তাঁর স্মৃতিস্তম্ভটি এত অবহেলিত এবং জরাজীর্ণ অবস্থায় দেখে খুবই দুঃখ হচ্ছে। আমি আমাদের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে অনুরোধ করেছি তাঁরা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেন এবং এই বীর সংগ্রামীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার ব্যবস্থা করেন।”

এদিন ভারত ও জাপানের ইতিহাসে উল্লেখিত অন্যতম দায়িত্বশীল বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধেও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee: পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল,টোকিওয় রাসবিহারী বসুর সমাধিস্থল দেখে হতাশ অভিষেক

Scroll to Top