Last Updated:
A R Rahman-Saira Banu: রহমানের স্ত্রী সায়রা বানু তাঁর আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি দিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তারই সঙ্গে একটি অডিও নোটও ছিল।

কলকাতা: এ আর রহমানের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সায়রা বানুর বিশেষ অনুরোধ। তাঁকে যাতে সঙ্গীতশিল্পীর ‘প্রাক্তন স্ত্রী’ বলে সম্বোধন না করা হয়। সায়রার কথায়, “আমাদের এখনও বিচ্ছেদ হয়নি।”
অস্কারজয়ী সঙ্গীত সুরকার এ আর রহমান ডিহাইড্রেশনের জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চেকআপের পর তাঁকে ছেড়ে হয়। এরপরেই রহমানের স্ত্রী সায়রা বানু তাঁর আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি দিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তারই সঙ্গে একটি অডিও নোটও ছিল। সেই অডিও নোটে বানু অনুরোধ করেন, তাঁকে রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলে সম্বোধন না করতে। কারণ তাঁরা এখনও খাতায়-কলমে ডিভোর্সড নন।
রবিবার, ১৬ মার্চ, সায়রা বানু রহমানের স্বাস্থ্যের বিষয়ে একটি ভয়েস নোট শেয়ার করেন। তিনি বলেন, “আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি খবর পেয়েছি যে তার বুকে ব্যথা হয়েছিল এবং এনজিওগ্রাফি করা হয়েছিল, আল্লাহর কৃপায় তিনি এখন ভালো আছেন; তিনি ভালো আছেন।”
সায়রা পরে অনুরোধ করেন তাঁকে সঙ্গীত সুরকারের প্রাক্তন স্ত্রী বলে সম্বোধন না করতে। তাঁর কথায়, “আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমরা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সড নই, আমরা এখনও স্বামী-স্ত্রী। শুধু আমরা আলাদা আছি কারণ আমি গত দু’বছর ধরে অসুস্থ ছিলাম। এবং আমি তাঁকে বেশি চাপ দিতে চাইনি। কিন্তু দয়া করে প্রাক্তন স্ত্রী বলবেন না। আমরা শুধু আলাদা আছি কিন্তু আমার প্রার্থনা সব সময় তাঁর সঙ্গে আছি। এবং আমি সবাইকে, বিশেষ করে তার পরিবারকে বলতে চাই যে দয়া করে তাঁকে বেশি চাপ দেবেন না, এবং তাঁর যত্ন নিন। ধন্যবাদ।”
এ আর রহমান এবং সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেন। নভেম্বর ২০২৪-এ তাঁরা একটি বিবৃতি শেয়ার করেন, যেখানে তারা ২৯ বছরের বিবাহিত জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তাদের তিন সন্তান আছে – খাতিজা, রাহিমা এবং আমিন।
এ আর রহমান বিদেশ থেকে ফিরে আসার পর অস্বস্তি এবং গলা ব্যথায় ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
Kolkata,West Bengal
March 16, 2025 6:26 PM IST
কে কাকে মন দিল? বড়লোকের মেয়ের মনে আঘত দিল কে? জেনে নিন পূজা-প্রেমের গল্প