Last Updated:
West Bengal News: আমডাঙার গাদামারা হাট এলাকার একটি সোনার দোকান থেকে সোনার আংটি চুরির অভিযোগ ওঠে নির্মাল্য ভাদুড়ী নামে শিক্ষক পরিচয় দেওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে।

বারাসাত, রুদ্র নারায়ণ রায়: উচ্চশিক্ষিত এই চোরকে নিয়েই রীতিমত কাল ঘাম ছুটল জেলা পুলিশের। অবশেষে প্রকাশ্যে আসলো আসল সত্য যা দেখে রীতিমতো হতবাক সকলে। শিক্ষক পরিচয় দিয়ে সোনার আংটি চুরি করেই গ্রেফতার হলেন অ্যাসোসিয়েট প্রফেসর! জানা গিয়েছে, আমডাঙার গাদামারা হাট এলাকার একটি সোনার দোকান থেকে সোনার আংটি চুরির অভিযোগ ওঠে নির্মাল্য ভাদুড়ী নামে শিক্ষক পরিচয় দেওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে।
চুরি হওয়া গহনার মূল্য আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত নির্মাল্য ভাদুড়ী উচ্চশিক্ষিত এবং পিএইচডি প্রাপ্ত বলেও জানা গিয়েছে। তবে তিনি ক্লেপ্টোম্যানিয়া নামক মানসিক রোগে আক্রান্ত বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জানেন কি এই ক্লেপ্টোম্যানিয়া! ক্লেপ্টোম্যানিয়া হল একটি মনোরোগ যেখানে একজন মানুষ হঠাৎ করে চুরি করার প্রবল তাগিদ অনুভব করেন, যদিও চুরি করা জিনিসের প্রয়োজন নেই এবং আর্থিকভাবেও সে সক্ষম থাকে সত্বেও মানসিক কারণেই চুরি করে থাকেন।
তদন্তে নেমে আমডাঙ্গা থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। অন্যদিকে, চুরি হওয়া আংটি যাঁর কাছে বিক্রি করা হয়েছিল, সেই শেখ আব্দুল আজিমকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি হুগলির চন্ডীতলা এলাকার বাসিন্দা। উত্তরপাড়া থেকে তাকে পাকড়াও করা হয়। ঘটনা প্রসঙ্গে এদিন সাংবাদিক সম্মেলন করে এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনন্ত জানিয়েছেন, অভিযুক্তকে চুরির ঘটনার ভিডিও ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
দু’জনকেই বারাসাত আদালতে তোলা হবে। মানসিক রোগে আক্রান্ত অভিযুক্ত নির্মাল্য ভাদুড়ীর উচ্চশিক্ষিত হয়েও শিক্ষক পরিচয় দিয়ে এমন কাণ্ড ঘটানোর কথা প্রকাশ্যে আশায় রীতিমতো শোরগোল পড়েছে। পাশাপাশি জেলা পুলিশের তরফে সামনে শারদ উৎসব আশায় এই ধরনের গহনার দোকানগুলিকে আগেভাগেই সতর্ক করা হয়। যাতে তাদের দোকানের নিরাপত্তা পাশাপাশি সাবধানতা মেনে চলেন।
Kolkata,West Bengal
August 29, 2025 5:28 PM IST
West Bengal News: বিরল মানসিক রোগে আক্রান্ত, যেখানে হয় চুরি করার ইচ্ছা! অভিযুক্তকে ধরতেই সামনে এল বিস্ফোরক সত্য