কক্সবাজারের রামুতে ৯৫ হাজার ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিকদার পাড়ার অফিসের চর গ্রামের মৃত খরুখ আহমদ সিকদারের ছেলে মো. ফরিদুল আলম সিকদার (৫৫) ও রাজারকুল ইউপির ৭ নং ওয়ার্ডের ঘোনার পাড়ার মৃত বজল আহমদের ছেলে রায়হান উদ্দিন (৩০)।
র্যাব-১৫ এর কক্সবাজারের সহকারি পরিচালক সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানোর পাশাপাশি আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।