অপর্ণার প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল, জানালেন মেয়ে শ্রুতি

অপর্ণার প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল, জানালেন মেয়ে শ্রুতি

সম্প্রতি ‘কুলি’ ছবির এক প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রুতি। যেখানে তাঁর ভাষাজ্ঞান নিয়ে প্রশংসা করেছিলেন সহ-অভিনেতা সত্যরাজ। এ অনুষ্ঠানে অভিনেতা বলেছিলেন, একটি ছবির জন্য কমল হাসান বাংলা শিখেছিলেন। তবে শ্রুতি তা ভুল বলে ঠিক করে দেন। তিনি জানান, কোনো চরিত্রের জন্য নয়, বরং অপর্ণা সেনের প্রতি ভালোবাসা থেকেই বাংলা শিখেছিলেন কমল।

শ্রুতি বলেন, ‘আপনি জানেন কেন তিনি বাংলা শিখেছিলেন? কারণ, তখন তিনি অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন। বাবার ভালোবাসার ছাপ “হে রাম” ছবিতেও দেখা গেছে। তাঁর পরিচালিত ও প্রযোজিত ছবিতে রানী মুখার্জির চরিত্রের নামও রেখেছিলেন “অপর্ণা”।’

Scroll to Top