অনাহারে গাজা, ‘হাল্ক’ খ্যাত রাফালোর হৃদয় বিদীর্ণ | চ্যানেল আই অনলাইন

অনাহারে গাজা, ‘হাল্ক’ খ্যাত রাফালোর হৃদয় বিদীর্ণ | চ্যানেল আই অনলাইন

‘হাল্ক’ খ্যাত মার্কিন চলচ্চিত্র তারকা মার্ক রাফালো গাজায় চলমান দুর্ভিক্ষকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একে “মানবসৃষ্ট বিপর্যয়” বলে মন্তব্য করেছেন। তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইসরায়েলের যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেন।

গেল সপ্তাহে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে রাফালো বলেন,“এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো খরা নয়। এটি এক মানবসৃষ্ট বিপর্যয়। বেসামরিক জনগণকে হত্যার জন্য এটি এক মানবসৃষ্ট অপরাধমূলক কাজ, যা ইসরায়েলি সেনারা চালাচ্ছে।”

তিনি বিশ্বজুড়ে নাগরিকদেরও কণ্ঠ তুলতে আহ্বান জানান। বলেন, “আপনারা এই দুর্ভিক্ষের অবসান দাবি করুন। গণহত্যা ও ধ্বংসের অবসান দাবি করুন। দায়বদ্ধতা দাবি করুন— জীবনের পক্ষে দাঁড়ান।”

তিনি আরও যোগ করেন,“গাজাকে অনাহারে মরতে দেবেন না। আওয়াজ তুলুন। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি না আসা পর্যন্ত থামবেন না। অবশ্যই গাজার ওপর হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনতে হবে এবং গাজায় অনবরত শিশুদের হত্যা বন্ধ করতে হবে। এই যুদ্ধে নিহতদের ৮০ শতাংশের বেশি বেসামরিক মানুষ। এটা পাগলামি। কিছু একটা করুন।”

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে সবচেয়ে জনপ্রিয় হাল্কের চরিত্রে অভিনয় করা মার্ক রাফালো, যিনি ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজে ড. ব্রুস ব্যানার/হাল্কের ভূমিকায় ছিলেন।

দ্য অ্যাভেঞ্জার্সসহ একাধিক বড় বাজেটের ও অস্কার-মনোনীত ছবিতে অভিনয় করা রাফালো বিশ্ব নেতাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “আপনারা বলেন ক্ষুধার্ত মানুষের প্রতি আপনাদের সহানুভূতি আছে, বলেন যুদ্ধ বন্ধ করতে চান; তাহলে কিছু করুন। জার্মানি, কিছু করুন। ইউরোপ, কিছু করুন। যুক্তরাজ্য, কিছু করুন। আমরা কি বসে বসে এগুলো ঘটতে দেখব? গাজায় যা হচ্ছে এটা পাগলামি, হৃদয়বিদারক।”

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ‘থ্যানোস’ চরিত্রে অভিনয় করা সহ–অভিনেতা জশ ব্রোলিন রাফালোর পোস্টে সমর্থন জানানোর পাশাপাশি ধন্যবাদ জানান। ভক্তরাও পোস্টে একে একে মন্তব্য করে রাফালোর অবস্থানের প্রশংসা করেন।

যদিও ফিলিস্তিনের পক্ষে এটি রাফালোর প্রথম অবস্থান নয়। এর আগেও তিনি গাজাসংক্রান্ত মানবিক ইস্যুতে সোচ্চার ছিলেন এবং সম্প্রতি #হাফহার্টসফরগাজা উদ্যোগে অংশ নেন। পরিবেশ–বিষয়ক সচেতনতা ও সামাজিক ন্যায়বিচার নিয়েও তিনি দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে ইতিমধ্যেই গাজায় ৬২ হাজার ৭০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বিধ্বস্ত এ উপত্যকা এখন দুর্ভিক্ষের মুখোমুখি। টাইমস অব ইন্ডিয়া

Scroll to Top