প্রথম আলো :
কিসের ব্যবসা?
কেয়া পায়েল: এক বছর হলো পারলারের ব্যবসার সঙ্গে যুক্ত। অভিনয়ের পাশাপাশি এখানে সময় দিতে হয়।
প্রথম আলো :
অনেক তারকাই পারলার ব্যবসায়ের সঙ্গে যুক্ত, তাঁরা কেউ অনুপ্রেরণা দিয়েছেন?
কেয়া পায়েল: পারলার ব্যবসার জন্য দেশের কোনো তারকার কাছ থেকে অনুপ্রাণিত হইনি। এটা ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। স্বপ্ন দেখতাম। পূরণ হয়েছে। ভালো লাগা থেকেই নাম লেখানো। এই যে আজ আমার শুটিং নেই, কিছুক্ষণ পরেই পারলারে যাব। সেখানে সময় দেব। এটাই শুধু ভালো লাগা থেকে করা।
প্রথম আলো :
তাহলে এভাবেই ছুটির দিন কাটে?
কেয়া পায়েল: পুরো সময় পারলারে থাকি, তা না। বাসাতেই থাকা হয়। পরিবারের সঙ্গে আড্ডা দেওয়া হয়। আমার ছোট বোন আছে, ওকে সময় দিই। গেট টুগেদার হয়। কিছু পড়াশোনা করি। কাল শুটিং আছে, সেটার জন্য প্রস্তুতি নিতে হয়। সব মিলিয়ে ভালো সময় কাটানোর চেষ্টা করি।
প্রথম আলো :
শোনা যাচ্ছে নাটকে লগ্নি কমছে, অনেকেই বেকার হচ্ছেন, এটা আপনার ব্যস্ততায় কোনো প্রভাব ফেলেছে?
কেয়া পায়েল: ঈদের পরে এমনিতেই কাজের সংখ্যা কম ছিল। সেই সময়ে অনেকেই কাজ করেননি। সেই তুলনায় এখন কাজের সংখ্যা কিন্তু আগের চেয়ে বাড়ছে। ঢাকা, ঢাকার বাইরে, দেশের বাইরে নিয়মিত শুটিং হচ্ছে। দুটি নতুন ইউটিউব চ্যানেল এসেছে। ক্যাপিটাল ড্রামা, বিগ সিটি। নিয়মিত নাটক করছেন। সবাই কিন্তু কাজের জায়গায় ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন। ভালো কিছুর চেষ্টা সবারই রয়েছে।