থিয়েটারে ব্লকবাস্টার হওয়ার পর এবার ওটিটিতেও আসছে মোহিত সুরির ‘সাইয়ারা’। আহান পাণ্ডে আর আনীত পাড্ডার ডেবিউ এই রোমান্টিক লাভস্টোরি জুলাইতে মুক্তি পেয়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছিলো।
বড়পর্দায় মুক্তি পেয়েই দর্শকদের হৃদয় জয় করেছে নতুন এই জুটি। একেবারেই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দর্শকদের অনেকে জানিয়েছেন, তারা সিনেমাটি একাধিকবার হলেই গিয়ে দেখেছেন।
তবে এখন প্রশ্ন—ওটিটিতে কবে আসছে ‘সাইয়ারা’? নানা গুঞ্জনের মাঝেই সম্প্রতি যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে উল্লেখ আছে যে সিনেমাটি ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
ভক্তরা এই খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কারও মন্তব্য, “সেভ দ্য ডেট! প্রতি রবিবার দেখার মতো ফিল-গুড সিনেমা। দুর্দান্ত অভিনেতা আর মিউজিক।”
আবার কেউ লিখেছেন—“ওইদিনই দেখে ফেলব, আর অপেক্ষা করতে পারছি না।” আহানের মা ডিয়ান পাণ্ডেও পোস্টের নিচে লাল হৃদয়ের ইমোজি দিয়ে খুশি প্রকাশ করেছেন, যা এই তারিখের সত্যতা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও প্রযোজনা সংস্থা কিংবা ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সও স্ট্রিমিং তারিখ নিয়ে এখনো টুঁ শব্দটি করেনি।
এদিকে গেল সপ্তাহে ওয়ার-২ এবং কুলি মুক্তির পর বক্স অফিসে ‘সাইয়ারা’র দাপট কমেছে! নাহলে বক্স অফিসে রীতিমত পাল্লা দিয়ে আয় করছিলো নতুন জুটির এই ছবি। মুক্তির ৩৯তম দিনেও ‘সাইয়ারা’ আয় করেছে ২৫ লাখ রুপি!
এখন পর্যন্ত শুধু ভারতেই ৬০ কোটি রুপিতে নির্মিত ‘সাইয়ারা’র নেট আয় ৩২০ কোটি রুপি। এদিকে বিশ্ব বাজারে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৫৩৭.৮ কোটি রুপি (গ্রস আয়)।