ইংল্যান্ড ও ল্যাঙ্কাশায়ারের সাবেক পেসার কেন শাটলওয়ার্থ মারা গেছেন। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসের প্রথম উইকেটশিকারি তিনি। বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৭১ সালের জানুয়ারিতে মেলবোর্নে ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার কিথ স্ট্যাকপোলকে আউট করেছিলেন শাটলওয়ার্থ। ইংল্যান্ডের তথা ওয়ানডে ইতিহাসের প্রথম উইকেটশিকারি বনে যান তাতে।
ইংলিশদের হয়ে কেবল একটি ওয়ানডেই খেলেছেন শাটলওয়ার্থ। ৭ ওভার বল করে ২৯ রান খরচায় ঐতিহাসিক উইকেটটি নেন।
একইবছর নিউজিল্যান্ডে প্রথম লিস্ট-এ ম্যাচেও বল হাতে ইতিহাস গড়েন শাটলওয়ার্থ। ওয়েলিংটনের বিপক্ষে এমসিসির হয়ে প্রথম বলটি করেন এবং দুই ওপেনারকে আউট করেন, যদিও ম্যাচটি জেতে ওয়েলিংটন।
টেস্টে নজরকাড়া অভিষেক হয়েছিল শাটলওয়ার্থের। ১৯৭০ সালের অ্যাশেজে ব্রিসবেনে টেস্ট অভিষেকে নেন ৫ উইকেট। ক্যারিয়ারে ৫ টেস্ট খেলে নিয়েছেন ১২ উইকট।
১৯৬৪ সালে ল্যাঙ্কাশায়ারে যোগ দেন শাটলওয়ার্থ। ক্লাবটির হয়ে ১৭৭ ম্যাচে ৪৮৪ এবং লেস্টারশায়ারের হয়ে ৯৯ উইকেট শিকার করেছেন। ১৯৬৮ সালে এসেক্সের বিপক্ষে ৭/৪১ ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং।
ল্যাঙ্কাশায়ারের হয়ে গিলেট কাপের টানা তিন আসর ১৯৭০, ১৯৭১ ও ১৯৭২ জয়ের পাশাপাশি দুটি সানডে লিগ শিরোপা জিতেছেন তিনি। ১৯৭২ সালে ট্রেন্টব্রিজে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন, যেখানে ছিল গ্যারি সোবার্সের উইকেটও।
লেস্টারশায়ারে খেলার পর ক্যারিয়ারের শেষভাগে লিগ ক্রিকেট খেলেন শাটলওয়ার্থ। কিছুদিন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পর ফার্স্ট ক্লাস আম্পায়ার হিসেবে কাজ করেন। ২০২১ সালে ল্যাঙ্কাশায়ারের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয় শাটলওয়ার্থকে।