বিশ্বকাপে বাংলাদেশি প্রথম নারী আম্পায়ার জেসিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে বাংলাদেশি প্রথম নারী আম্পায়ার জেসিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী সেপ্টেম্বরে গড়াতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম কোন নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। অনন্য মাইলফলক গড়তে চলা জেসিকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসিকে অভিনন্দন জানায় তারা। লিখেছে, ‘অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) প্রাক্তন সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন। আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ছেলেদের টি-টুয়েন্টি সিরিজে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব সামলাবেন জেসি।

Scroll to Top