বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্য বাদল আহমেদের প্রয়াণে শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাচসাসের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে তাঁকে ধলপুরে দাফন করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাচসাস জানায়, তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দেন।
সোমবার ( ২৫ আগস্ট) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বাদল আহমেদ। তিনি বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।