ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা | চ্যানেল আই অনলাইন

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা | চ্যানেল আই অনলাইন

সংস্কারই এনসিপির প্রধান এজেন্ডা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের পরই নির্বাচন নিয়ে ভাববে এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। 

সম্প্রতি মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স-এর আয়োজনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়নি এনসিপি। সংস্কার ও বিচারের নিশ্চয়তা দিয়ে ডিসেম্বরেও নির্বাচন হলে, আপত্তি নেই এনসিপির।

অনুষ্ঠানে আবারও জুলাই সনদের আইনী ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা।

Scroll to Top