সত্য বলতে আমরা দুজনই খুবই ভালো বন্ধু, ভাই–বোনের মতো

সত্য বলতে আমরা দুজনই খুবই ভালো বন্ধু, ভাই–বোনের মতো

উৎসব–এ সৌম্য জ্যোতির সঙ্গে সাদিয়া আয়মানের জুটি প্রশংসিত হয়েছে। পরে একাধিক সাক্ষাৎকারেও একসঙ্গে উপস্থিত হন তাঁরা। সাদিয়ার ধারণা, একসঙ্গে তাদের সাক্ষাৎকারে দেখেই ভক্তরা ধরে নেয়, জাহাঙ্গীর আর জেসমিন সত্যই বিয়ে করেছে। এটা আমরা দুজনই খুব উপভোগ করতাম। সত্য বলতে আমরা দুজনই খুবই ভালো বন্ধু, ভাই–বোনের মতো।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমাকে নিয়ে গুঞ্জন খুবই কম থাকে। নেগেটিভ কথাও কম হয়। আমাকে ভক্তরা আপন ভাবে, এটা ভালো লাগে। আমাকে আপসেট করবে, এমন কিছুই কখনো তারা বলে না। আর কোনো কাজ নিয়ে যখন দর্শক নানা কথা বলেন, তখন মনে হয় এটাই শিল্পী হিসেবে সার্থকতা।’

সাদিয়া আয়মান শাড়ি পরা শুটিংয়ের ছবি বা সাধারণ কোনো ছবি পোস্ট করলেও ভক্তরা এখন নানা রকম মন্তব্য করছেন। কেউ লিখছেন, ‘জাহাঙ্গীর আপনাকে ভালোবাসত, তাকে ছেড়ে আসা ঠিক হয়নি।’ কেউ মন্তব্য করছেন, ‘জাহাঙ্গীরকে মাফ করে দিলে কী হতো।’ ‘একটি সিনেমার চরিত্র নিয়ে এই মন্তব্যগুলো খুবই মজা লাগে,’ বলেন সাদিয়া।

Scroll to Top