
কিন্তু ট্রেন শুদ্ধু তোলপাড় পরে যায় সকালে আলো ফুটতে না ফুটতেই। দেখা যায়, আশেপাশের যাত্রীদের অনেকেরই নানা মূল্যবান জিনিসপত্র, বিশেষ করে সোনার গয়না, ঘড়ি, ফোন ইত্যাদি গায়েব। প্রথমে খোঁজ খোজঁ চললেও কয়েক মিনিটেই যাত্রীরা বুঝতে পারেন তাঁদের সব জিনিস চুরি গিয়েছে রাতের অন্ধকারে।