Last Updated:
Kolkata Crime News: আমহার্স্ট স্ট্রিট থানার রাজাবাজার এলাকার এপিসি রোডে এক আইনজীবীর উপর চপার দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আহত ব্যক্তির নাম মজিদ আখতার (৩৫) গুরুতর জখম অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানার রাজাবাজার এলাকার এপিসি রোডে এক আইনজীবীর উপর চপার দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আহত ব্যক্তির নাম মজিদ আখতার (৩৫) গুরুতর জখম অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেশায় আইনজীবী মজিদ রবিবার রাতে খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ৩ জন যুবক মাস্ক পরা অবস্থায় বাড়ির গেটের বাইরে এসে তাঁর পথ আটকে দেয়। অভিযোগ, অভিযুক্তরা হঠাৎ চপার দিয়ে তাঁর উপর আক্রমণ করে। হামলায় মজিদের ঘাড়, হাত এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে।
যুবকের উপর আক্রমণ দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে সকল আক্রমণকারী সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 12:04 AM IST