IMD Weather Update: একের পর এক নিম্নচাপ! দুর্ভোগের শেষ নেই বাংলায়, আগামী ৪৮ ঘণ্টায় তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জানিয়ে দিল আলিপুর

IMD Weather Update: একের পর এক নিম্নচাপ! দুর্ভোগের শেষ নেই বাংলায়, আগামী ৪৮ ঘণ্টায় তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জানিয়ে দিল আলিপুর

Last Updated:

IMD Weather Update: একদিকে জোড়া নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। দুর্যোগের হাত থেকে রেহাই নেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে। 

Digha IMD Weather Update: একের পর এক নিম্নচাপ! দুর্ভোগের শেষ নেই বাংলায়, আগামী ৪৮ ঘণ্টায় তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জানিয়ে দিল আলিপুর
Digha 

দিঘা, সৈকত শী: একদিকে জোড়া নিম্নচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। দুর্যোগের হাত থেকে রেহাই নেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। টানা বৃষ্টির কারণে জলস্তর বাড়ছে নদী ও সমুদ্রে। ফলে জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলিতে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় এখনই দুর্যোগের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে জেলায় জেলায়।

আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে, একটি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। অপরদিকে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি সোমবার নিম্নচাপে পরিণত হবে। সেইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। পরপর নিম্নচাপ দুর্ভোগ বাড়িয়ে তুলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২৩ অগাস্ট শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুনঃ বাংলার আকাশে দুর্যোগের মেঘ! ছাড় নেই কোনও জেলার, রবিবার সকাল থেকে কেমন থাকবে আবহাওয়া? জানুন

হাওয়া অফিসে রিপোর্টে জানা গিয়েছে, ২৩ অগাস্ট শনিবার, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে টানা কয়েকদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুনঃ মাত্র ৪০ মিনিটেই বারাসত-বনগাঁ! নয়া উড়ালপুল পেতে ১ বছর বন্ধ হবে যশোর রোড…! বিকল্প কোন পথে যান চলাচল?

২৩ অগাস্ট শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। এদিন দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জেলায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

IMD Weather Update: একের পর এক নিম্নচাপ! দুর্ভোগের শেষ নেই বাংলায়, আগামী ৪৮ ঘণ্টায় তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জানিয়ে দিল আলিপুর

Scroll to Top