রোনালদোর শততম গোল করার ম্যাচে শিরোপা হারাল আল নাসর

রোনালদোর শততম গোল করার ম্যাচে শিরোপা হারাল আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর শততম গোল করার ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারল না আল নাসর। সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির কাছে শিরোপা হারিয়েছে তারা। অথচ রোনালদো মঞ্চটা প্রস্তুত করেই দিয়েছিলেন।

রোনালদোর শততম গোল করার ম্যাচে শিরোপা হারাল আল নাসররোনালদোর শততম গোল করার ম্যাচে শিরোপা হারাল আল নাসর

হংকং স্টেডিয়ামে রোনালদো দলের প্রথম গোলটি করে লিড এনে দিয়েছিলেন। ম্যাচ যখন পেনাল্টিতে গড়াল, সেখানেও প্রথম শট নিয়ে মিস করেননি পর্তুগিজ সুপারস্টার। কিন্তু তার দল আল নাসর সৌদি সুপার কাপের শিরোপা ছুঁয়ে দেখতে পারল না। আল-আহলির কাছে পেনাল্টিতে ৫-৩ গোলে হেরেছে আল নাসর। তারা চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হলে আল-আহলি পঞ্চম শটেও অব্যর্থ হয়। ফলে আল নাসরের আর পঞ্চম শট নেওয়ার সুযোগই ছিল না।

হংকং স্টেডিয়ামে খেলতে নামার আগে আল নাসরের হয়ে শততম গোল করার মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন রোনালদো। ৪১ মিনিটে মাইলফলক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একশটির বেশি করে গোল আছে তার।

আল-আহলি প্রথমার্ধেই ব্যবধান সমান করে ফেলে। ফ্রাঙ্ক কেসির বুলেটগতির শটে আল নাসরের লিড কাটায় তারা। আল নাসর ফের এগিয়ে যায় ম্যাচের ৮২ মিনিটে—মার্সেলো ব্রজোভিচের গোলে। শিরোপা তখন থেকে মাত্র মিনিট পাঁচেকের দূরত্ব। তাদের মুখ থেকে ছোঁবল মেরে তা কেড়ে নেয় আল-আহলি।

৮৯ মিনিটে দ্বিতীয়বার সমতায় ফেরে আল-আহলি। এরপর তো শিরোপাই জিতল।

Scroll to Top