খুলনার জেলখানা ঘাটে ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর একজন আকাশের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে পানখালী নদীর বুকে তার লাশ ভেসে ওঠে।
এর আগে, গতকাল ২২ আগস্ট রাত সোয়া ১১টার দিকে জেলখানা ঘাট থেকে ছাড়ানো একটি যাত্রীবাহী ট্রলার ও সেনেরবাজার থেকে আসা ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারের ১০ জন যাত্রী নদীতে পড়ে যান। এর মধ্যে ৭ জন সাঁতরে তীরে উঠলেও নারী-শিশুসহ ৩ জন নিখোঁজ ছিলেন।
খুলনা ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ তল্লাশির পর শনিবার সকালে নিখোঁজ আকাশের লাশ ভেসে ওঠে। বাকি দু’জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।