Bangladesh Border: কাঠের বাক্স ফেলে পালাল পাচারকারীরা, ভিতরে কী? বাংলদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের চোখ ছানাবড়া!

Bangladesh Border: কাঠের বাক্স ফেলে পালাল পাচারকারীরা, ভিতরে কী? বাংলদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের চোখ ছানাবড়া!

Last Updated:

এ দিন ভোররাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্টের নাটনায় ভারত-বাংলাদেশ সীমান্তে৷ বিএসএফ-এর ৫৬ ব্যাটেলিয়নের জওয়ানরা এই চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে৷

ফাইল ছবি৷ Bangladesh Border: কাঠের বাক্স ফেলে পালাল পাচারকারীরা, ভিতরে কী? বাংলদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের চোখ ছানাবড়া!
ফাইল ছবি৷

সমীর রুদ্র, তেহট্ট: পাচারকারীদের দেখে তাড়া করেছিলেন বিএসএফ জওয়ানরা৷ বিএসএফ-এর হাত থেকে বাঁচতে সঙ্গে থাকা কাঠের বাক্স ফেলেই পালিয়ে যায় পাচারকারীরা৷ সেই বাক্স খুলেই ভিতরে যা মিলল, তাতে রীতিমতো চোখ ছানাবড়া হয়ে যাওয়ার অবস্থা বিএসএফ জওয়ানদের৷ কারণ কাঠের বাক্সের ভিতর থেকে তাদের দিকে করুণ চোখে তাকিয়ে রয়েছে একটি বিড়াল!

এ দিন ভোররাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্টের নাটনায় ভারত-বাংলাদেশ সীমান্তে৷ বিএসএফ-এর ৫৬ ব্যাটেলিয়নের জওয়ানরা এই চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর রাতে নাটনা সীমান্ত দিয়ে ৫-৬ জন চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। নজরে পড়তেই বিএসএফ জওয়ানরা তাঁদের দিকে ছুটে যায়। বিএসএফ জওয়ানদের এগিয়ে আসতে দেখে, চোরাকারবারীরা ঘন গাছপালার সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি কাঠের বাক্স উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। কাঠের বাক্সটি খুলতেই দেখা যায় ভিতরে একটি বিরল বন বিড়াল জীবিত অবস্থায় রয়েছে। বিড়ালটি আফ্রিকান সার্ভাল প্রজাতির বিড়াল বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া বিড়ালটিকে বন বিভাগের অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Bangladesh Border: কাঠের বাক্স ফেলে পালাল পাচারকারীরা, ভিতরে কী? বাংলদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের চোখ ছানাবড়া!

Scroll to Top