গার্মেন্টস বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

গার্মেন্টস বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গার্মেন্টস বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

শনিবার ২৩ আগস্ট সকাল থেকে রাস্তা অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করেন।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত পরশু (বৃহস্পতিবার) বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও পুলিশের আশ্বাসে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বতের সড়ক থেকে সরে গেছেন শ্রমিকরা।

আগামীকাল রোববার (২৪ আগস্ট) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এ সংক্রান্ত একটি সভা হবে। সেখানে শ্রমিকদের দাবির বিষয়টি আলোচনা হবে জানা গেছে।

Scroll to Top