দেশের ভবিষ্যৎ নির্বাচনের ওপর নির্ভর করছে: সিইসি

দেশের ভবিষ্যৎ নির্বাচনের ওপর নির্ভর করছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দেশের ভবিষ্যৎ আসন্ন নির্বাচনের ওপর নির্ভর করছে।’

দেশের ভবিষ্যৎ নির্বাচনের ওপর নির্ভর করছে: সিইসিদেশের ভবিষ্যৎ নির্বাচনের ওপর নির্ভর করছে: সিইসি

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী সফরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কেন্দ্র দখল বা অস্ত্রবাজি করে এবার ভোটে জয়ের কোনো সুযোগ নেই।’

নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সিইসি জানান, ‘নির্বাচনের জন্য পুরোদমে কাজ চলছে। যেকোনো কেন্দ্র দখলের চেষ্টা হলে ওই কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল করা হবে।’

গাজায় মানবিক বিপর্যয়, বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব

সিইসি আরও জানান, ‘আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করবে নির্বাচন কমিশন।’

তিনি জানান, ‘চূড়ান্ত ভোটার তালিকাও আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।’

Scroll to Top