

উত্তরবঙ্গ, পার্থপ্রতিম সরকার: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? ঘুরতে গিয়ে অনেকেরই চিন্তা। শুধু ঘুরতে যাওয়া পর্যটকদেরই নয়, আবহাওয়া সংক্রান্ত চিন্তা থাকে স্থানীয়দেরও। আর এসব নিয়েই আমরা হাজির। দেখে নিন শনিবারের উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত। প্রথমেই বলতে হয়, মূলত উত্তরবঙ্গের আকাশ আজও মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টি, ভিজছে শৈলশহর, আজও বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।