জামাইয়ের বাড়ি বেড়াতে যাওয়াই কাল হল বৃদ্ধার! বাড়ি ফিরতেই মাথায় হাত, টাকা-সোনা-দানা নিয়ে উধাও চোরেরা

জামাইয়ের বাড়ি বেড়াতে যাওয়াই কাল হল বৃদ্ধার! বাড়ি ফিরতেই মাথায় হাত, টাকা-সোনা-দানা নিয়ে উধাও চোরেরা

Last Updated:

জামাইয়ের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধা। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভাঙা। লন্ডভন্ড আলমারি।

গীতা রানী মন্ডলজামাইয়ের বাড়ি বেড়াতে যাওয়াই কাল হল বৃদ্ধার! বাড়ি ফিরতেই মাথায় হাত, টাকা-সোনা-দানা নিয়ে উধাও চোরেরা
গীতা রানী মন্ডল

বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: জামাইয়ের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধা। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভাঙা। লন্ডভন্ড আলমারি। খোয়া গিয়েছে নগদ টাকা সহ সোনার গহনা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মাধবপুর পূর্বপাড়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন ঐ এলাকার বাসিন্দারা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন গীতা রানী মন্ডল। সপ্তাহখানেক আগে বনগাঁর মতিগঞ্জে জামাইয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে শুক্রবার বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটের তালা ভাঙা, আলমারি ও শোকেজেরও তালা ভাঙা। ভেতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড।

উত্তর ২৪ পরগনার বাসিন্দা গীতা দেবীর দাবি, তার ঘরে নগদ ৬০ হাজার টাকা ছিল। এছাড়াও কয়েক ভরি সোনার গয়না ছিল, সমস্ত কিছুই চোর তালা ভেঙে নিয়ে গিয়েছে। প্রতিবেশী অসিত মন্ডল জানিয়েছেন, “বাইরের দরজায় অন্য তালা মেরে দিয়েছিল চোরেরা। ভিতরে সমস্ত তালা ভাঙা ছিল। বাইরের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় সবকিছু তছনছ। এমন ঘটনাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত আমরা।”

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে যায় বনগাঁ থানার পুলিশ, বাড়ির পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ।

Scroll to Top