Kolkata Metro: মোদির উদ্বোধনের আগেই ‘ভুল’ করল কলকাতা মেট্রো! আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতার নাম, নজর পড়তেই তড়িঘড়ি বাতিল

Kolkata Metro: মোদির উদ্বোধনের আগেই ‘ভুল’ করল কলকাতা মেট্রো! আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতার নাম, নজর পড়তেই তড়িঘড়ি বাতিল

Last Updated:

প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম ছাপল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার কলকাতায় এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

News18Kolkata Metro: মোদির উদ্বোধনের আগেই ‘ভুল’ করল কলকাতা মেট্রো! আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতার নাম, নজর পড়তেই তড়িঘড়ি বাতিল
News18

কলকাতা: প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম ছাপা হল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে। শুক্রবার কলকাতায় এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিতে উল্লেখযোগ্য উপস্থিতির যে তালিকা, তাতে ‘বিরোধী দলনেতা’ হিসেবে শুধু শুভেন্দু অধিকারীর নাম নেই। ছাপানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নামও। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভুল নজরে আসার পরে ওই আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে। কিন্তু নতুন আমন্ত্রণপত্র কত ক্ষণে ছেপে আসবে, কখনই বা অতিথিদের কাছে তা পাঠানো হবে, সে বিষয়ে সদুত্তর মেলেনি।

আগামিকাল শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর, হেমন্ত মুখার্জী থেকে বেলেঘাটা এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদা-এই তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরে সন্ধে ছয়টা থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এসপ্ল্যানেড-শিয়ালদা রুটের পরিষেবা।

প্রধানমন্ত্রীর ওই কর্মসূচির জন্য বিশেষ আমন্ত্রণপত্র ছাপা হয়েছে। ওই আমন্ত্রণপত্রে নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় দুই মন্ত্রী শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য, দমদমের সাংসদ সৌগত রায়ের। আর ওই আমন্ত্রণপত্রে শুভেন্দু অধিকারীর পরিচয় হিসাবে লেখা হয়েছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা। আর শমীক ভট্টাচার্যেরও পরিচিতি দেওয়া হয়েছে, বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা।

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ওই কার্ড। আর তা নিয়েই হাসি-তামাশায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। অনেকে সহাস্যে জানতে চেয়েছেন, আসলে কে বিরোধী দলনেতা? এ বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভুল নজরে আসার পরে ওই আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে। ভুলে ভরা আমন্ত্রণপত্র বিলি করা হয়নি বলেও দাবি করেছেন। কিন্তু কীভাবে ওই কার্ড বিলি না হওয়া সত্বেও বাইরে বের হল তা নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি সরকারি আধিকারিকেরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro: মোদির উদ্বোধনের আগেই ‘ভুল’ করল কলকাতা মেট্রো! আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতার নাম, নজর পড়তেই তড়িঘড়ি বাতিল

Scroll to Top