কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ১২ বছর গৃহবন্দী থাকার সাজা দেওয়ার পর করা আপিল বিভাগ এ রায় ঘোষণা দিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার বোগোটার উচ্চ আদালতের রায়ে এ আদেশ দেয়া হয়।
এতে বলা হয়, উরিবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবেন। আদালত বলেছে, মনে হয় না তিনি পালিয়ে যাবেন। উরিবের দোষী সাব্যস্ততা বহাল রাখতে বা বাতিল করতে আদালতের ১৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। যদি সময়সীমা অতিক্রম করে, তাহলে বিচার বাতিল করা হবে এবং উরিবে মুক্তি পাবেন।
এর আগে আইনের অপব্যবহারের অভিযোগে তাকে ১২ বছর গৃহবন্দী থাকার সাজা দেওয়া হয়েছিল।
এতে বলা হয়, এই মাসের শুরুর দিকে ঘোষিত তার এই সাজা কলম্বিয়ার ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের রায়। তাকে সম্ভাব্য দীর্ঘতম কারাদণ্ড দেওয়া হয়।
উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার বিরুদ্ধে ডানপন্থী আধাসামরিক বাহিনীকে বামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার সময় নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে। তার সাথে তাদের যোগসূত্র সম্পর্কে মিথ্যা বলার জন্য দোষী সাব্যস্ত করা হয়। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন উরিবে।
এছাড়াও অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত উরিবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং আমেরিকান ডানপন্থীদের সাথে তার সম্পর্ক এখনো বিদ্যমান।
৭৩ বছর বয়সী এই ব্যক্তি ১ আগস্ট থেকে তার নিজ শহর মেডেলিনের কাছে রিওনেগ্রোতে তার বাড়িতে গৃহবন্দী রয়েছেন। তিনি তার সাজার বিরুদ্ধে আপিল করেন। এতে যুক্তি দেখান, তার মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কলম্বিয়ার বামপন্থীদের দ্বারা প্ররোচিত। আর এর নেতৃত্বে রয়েছে বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যার।
উরিবে এক্স-এ এক বার্তায় লিখেছেন ‘ঈশ্বরকে ধন্যবাদ, সংহতি প্রকাশের জন্য সহকর্মী কলম্বিয়ানদের ধন্যবাদ। আমি আমার স্বাধীনতার প্রতিটি মুহূর্ত কলম্বিয়ার স্বাধীনতার জন্য উৎসর্গ করব।