ইংলিশ শীর্ষ ৫ স্তরের ক্লাবের কোচ হলেন ভারতীয় অশ্বির | চ্যানেল আই অনলাইন

ইংলিশ শীর্ষ ৫ স্তরের ক্লাবের কোচ হলেন ভারতীয় অশ্বির | চ্যানেল আই অনলাইন

ইংল্যান্ডের শীর্ষ ৫ স্তরের লিগ ন্যাশনাল ডিভিশনের ক্লাব মোরেকাম্বের কোচ হিসেবে নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত অশ্বির সিং জোহাল। পেশাদার ইংলিশ কোন ক্লাবের প্রথম সাউথ এশিয়ান এবং শিখ কোচ তিনি। ৩০ বর্ষী অশ্বির ইংলিশ ক্লাবের কোচদের মধ্যেও সর্বকনিষ্ঠ।

গত রোববার ক্লাবটি ক্রয় করে পাঞ্জাব ওয়ারিয়র্স। পরদিন দলটির কোচ ডেরেক অ্যাডামসকে বরখাস্ত করে। এরপরই অশ্বিরকে নিয়োগ দেয় ক্লাবটি।

ইতালীয় ক্লাব কোমোর যুব দলের থাকাকালীন সেস্ক ফ্যাব্রেগাসের সহকারী হিসেবে কাজ করেছেন অশ্বির। চলতি গ্রীষ্মের শুরুতে অশ্বির ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে উয়েফা প্রো লাইসেন্সের যোগ্যতা অর্জন করেন। ২০২২ সালে সিনিয়র ফুটবলে যোগদানের আগে, তিনি লেস্টার সিটির একাডেমিতে বিভিন্ন ভূমিকায় ১০ বছর কাটিয়েছেন।

মে মাসে লিগ টু থেকে অবনমনের হয় মোরকাম্বেকের। লিগের নিয়ম অমান্য করার কারণে ন্যাশনাল লিগ ক্লাবটিকে প্রথম দু ম্যাচ খেলা থেকে স্থগিত করেছে। ফলে ন্যাশনাল ডিভিশনে প্রথম ম্যাচটি হবে শনিবার আল্ট্রিনচামের বিপক্ষে।

Scroll to Top