Last Updated:
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে মামলা। ক্যাম্পাসকে সিসিটিভি আওতাভুক্ত করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে নির্দেশ দিল আদালত।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে মামলা। ক্যাম্পাসকে সিসিটিভি আওতাভুক্ত করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে নির্দেশ দিল আদালত।
সিসিটিভি জন্য প্রয়োজনীয় অর্থ চেয়ে বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা দফতরে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। সেই সঙ্গে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হলফনামা দিয়ে তা আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, সিসিটিভি-সহ অন্যান্য পরিকাঠামো এবং আর্থিক বরাদ্দ নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতেও নির্দেশ দিল আদালত। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হল মঙ্গলবার। ২৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত ১৭ জুলাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির নির্দেশ মেনে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল সহ-উপাচার্যের নেতৃত্বে ১১ অগাস্ট একটা বৈঠক করে। বৈঠকে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসিটিভি লাগাতে প্রায় ৬৫ লক্ষ টাকার প্রয়োজন। সেই নিয়ে আদালত নির্দেশ দিল মঙ্গলবার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 19, 2025 6:10 PM IST