মুন্সিগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ সদরে নয়াগাঁওয়ের চান তারা মসজিদের পাশে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল ওই শিশু।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। এক ঘণ্টার চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় এক ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে আর জীবিত পাওয়া যায়নি।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top