ভারতের এক সময়ের জনপ্রিয় গসিপ ম্যাগাজিন ‘স্টারডাস্ট’ ফিসফিস করে জানিয়েছিল, জেসিকা হাইনস আর আমির খানের এক সন্তানের কথা! বহু বছর পর সেই গোপন ফিসফিসানিকে সরাসরি চিৎকার করে জানালেন আমিরের নিজের ভাই ফয়সাল খান।
যা নিয়ে বলিউডে এখন রীতিমত তোলপাড় কাণ্ড-
ফুঁসে উঠলো পুরনো বিতর্ক
বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান আবারও পুরনো বিতর্ককে জিইয়ে তুলেছেন। সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন— রীনা দত্তকে বিয়ে করার সময়ই আমিরের সঙ্গে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের ফলেই বিয়ের বাইরে জন্ম নেয় একটি সন্তান।
সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে ফয়সালের বিস্ফোরক দাবি, “আমিরের বিয়ে হয়েছিল, তারপর রীনার সঙ্গে ডিভোর্স হলো। এরপর তার সম্পর্ক হলো জেসিকা হাইনসের সঙ্গে, যার সঙ্গে ওর একটা অবৈধ সন্তানও আছে… বিয়ের বাইরে।”
তিনি আরও বলেন, এ সময়েই আমির কিরণ রাওয়ের সঙ্গে বসবাস শুরু করেন— অর্থাৎ জীবনের একাধিক অধ্যায় ওভারল্যাপ করছিল।

জেসিকা হাইনস, আমির খান আর তাদের সন্তান
ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার কাছে জেসিকা হাইনস কোনো অপরিচিত নাম নন। যুক্তরাজ্যের এই সাংবাদিক ও লেখক নব্বইয়ের দশকের শেষ দিকে ভারতে আসেন, অমিতাভ বচ্চনের জীবনী লেখার কাজ করতে গিয়েই পরিচয় হয় আমির খানের সঙ্গে। তখনই শোনা যায়, ‘গুলাম’ সিনেমার সময় তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়।
২০০৫ সালে স্টারডাস্ট এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, জেসিকা আর আমির কিছুদিন একসঙ্গে থেকেছিলেন। এই সম্পর্কের সময়ই জেসিকা গর্ভবতী হন। প্রতিবেদনে দাবি করা হয়, আমির নাকি চাননি সন্তানটি পৃথিবীতে আসুক, কিন্তু জেসিকা সিদ্ধান্ত নেন গর্ভপাত করবেন না। পরে তার একটি ছেলে জন্ম নেয়— নাম জান, ২০০০ সালের শুরুর দিকে।
২০০৭ সালের পর জেসিকা নিজের জীবনে এগিয়ে যান। লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। টাইমস অব ইন্ডিয়া–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ট্যালবট সবসময় জানকে “খুব সাপোর্টিভ ও সুরক্ষিতভাবে” বড় করেছেন, বিশেষত সেই সময়গুলোতে যখন তিনি ভারতে কাজ করছিলেন।
So delighted to meet my friend @Londonishstyle (Jessica Hines). With her son Jaan & daughter Tallulah.:) #Memories pic.twitter.com/7XZh3NcBkG
— Anupam Kher (@AnupamPKher) May 20, 2015
গুজবের আগুন
গল্পটা আসলে কখনো মিইয়ে যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন করে ভেসে ওঠে এই দাবি। বিশেষ করে, জেসিকার ছেলে জানের কিছু ছবি রেডিট–এ ছড়িয়ে পড়ার পর অনেকে আমির খানের সঙ্গে তার ‘চোখে পড়ার মতো সাদৃশ্য’ নিয়ে আলোচনা শুরু করেন। এমনকি ব্রিটিশ ভোগ–এও ছাপা হয়েছে জানের ছবি।
আমির খানের নীরবতা
বছরের পর বছর ধরে সংবাদমাধ্যমে বিষয়টি ফিরে আসলেও আমির খান কখনো জেসিকা হাইনস বা তার ছেলেকে নিয়ে মুখ খোলেননি। তিনি এ বিষয়ে না কোনো স্বীকৃতি দিয়েছেন, না কোনো প্রতিবাদ জানিয়েছেন— বরাবরের মতো নীরব থেকেছেন। এবার আপন ভাই যখন বিষয়টি নতুন করে উস্কে দিয়েছেন, তখন দেখা যাক- এবারও কি আমির এ বিষয়ে নীরবই থাকেন কিনা! ফ্রিপ্রেসজার্নাল এবং দ্য স্টেটসম্যান