শারীরিক অসুস্থতায় পদত্যাগ করেছেন ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না | চ্যানেল আই অনলাইন

শারীরিক অসুস্থতায় পদত্যাগ করেছেন ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না | চ্যানেল আই অনলাইন

শারীরিক অসুস্থতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর হাসানুল বান্না।

এবিষয়ে ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আজ মঙ্গলবার ১৯ আগস্ট সাংবাদিকদের বলেন, ‘শারিরীক অসুস্থতার কারনে প্রসিকিউটর হাসানুল বান্না চীফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চীফ প্রসিকিউটর তার সে আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জন্ড্রিস ও লিবারজনিত রোগে আক্রান্ত আছেন।নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।’

গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান আইনজীবী হাসানুল বান্না।

Scroll to Top