Last Updated:
গতকাল রাতে মাছ চুরি করতে গিয়ে হয় বিপত্তি

এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ এগরায় মাছের ভেড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জামুয়ালচ্ছিমপুর ভেড়িতে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম গৌর বেরা, বয়স ৫০।
সূত্রের খবর, এলাকার ভেড়িতে দিনের পর দিন মাছ চুরি হয়ে যায়। সেই কারণে ভেড়ির মালিকরা ভেড়ির চারপাশে জিআই তার দিয়ে ইলেকট্রিক সংযোগ করে রাখেন। এই পরিস্থিতিতে গতকাল রাতে মাছ চুরি করতে গিয়ে হয় বিপত্তি। শক লেগে মৃত্যু হয় গৌরের।
স্থানীয়দের দাবি, গৌর বেরা নামের ওই ব্যক্তি রাতের বেলা প্রায়ই মাছের ভেড়িতে জাল নিয়ে মাছ চুরি করতেন। গতকাল রাতেও একই জিনিস করতে গিয়ে বিপত্তি বাঁধে বলে খবর। শক লেগে প্রাণ হারান ওই প্রৌঢ়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 12:48 PM IST