ফিরেই গোল মেসির, জিতেছে মিয়ামিও | চ্যানেল আই অনলাইন

ফিরেই গোল মেসির, জিতেছে মিয়ামিও | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লিওনেল মেসি চোট থেকে ফিরেই গোল করেছেন, সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন, জিতেছে ইন্টার মিয়ামি। চোটে ৩ ম্যাচ বাইরে ছিলেন মেসি। তার ফেরার দিনে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে দারুণ জয় তুলেছে ইন্টার মিয়ামি।

চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে এলএ গ্যালাক্সিকে ৩-০ গোলে হারিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। মেসির পাশাপাশি গোল পেয়েছেন জর্ডি আলবা এবং লুইস সুয়ারেজ। এলএ গ্যালাক্সির গোলটি করেছেন জোসেফ পেইন্টসিল।

ম্যাচের শুরুতে গ্যালাক্সির থেকে অনেকটা এগিয়ে ছিল মিয়ামির আক্রমণ। বল নিয়িন্ত্রণে দুদল পাল্লা দিয়েছে সমানে-সমান। প্রথমার্ধে গ্যালাক্সির গোলরক্ষক নোভাক মাইকোভিচ বেশকিছু আক্রমণ ঠেকিয়ে দিলেও ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের বানিয়ে দেয়া বল জালে পাঠান আলবা। ১-০তে এগিয়ে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে নেমেই আক্রমণে যায় গ্যালাক্সি। ৫৯ মিনিটে ইশাইয়া প্যারেন্টে অ্যাসিস্টে গোল করেন পেইন্টসিল। সমতায় থেকে ভালো লড়াই করে দুদল। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে মেসির বডিগার্ড খ্যাত স্বদেশী সতীর্থ রদ্রিগো ডে পলের পাসে বাঁ-পায়ের জোরাল শটে গোল করেন মেসি, ম্যাচ ফেরে মিয়ামি। ম্যাচ শেষের এক মিনিট আগে মেসির থ্রুতে বল পেয়ে গোল করেন সুয়ারেজ।

জয়ে বাকিসব দল থেকে তিন ম্যাচ কম খেলে ২৪ ম্যাচে ১৩ জয় ৬ ড্র এবং ৫ হার নিয়ে ৪৫ পয়ন্টে মেজর লিগের পাঁচে আছে মিয়ামি।

বৃহস্পতিবার ভোরে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগার্স উএএনএলের বিপক্ষে নামবে মিয়ামি।

Scroll to Top