লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! জন্মাষ্টমীতে জমজমাট ‘এই’ সর্বজনীনের খুঁটি পুজো

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! জন্মাষ্টমীতে জমজমাট ‘এই’ সর্বজনীনের খুঁটি পুজো

Last Updated:

পুজো কমিটির তরফে রুমা ভুঁইয়া জানান, মূলত লক্ষ্মীর ভান্ডারের মাসিক বরাদ্দ থেকে এই পুজোর টাকা আসে

সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো। প্রতীকী ছবিলক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! জন্মাষ্টমীতে জমজমাট ‘এই’ সর্বজনীনের খুঁটি পুজো
সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো। প্রতীকী ছবি

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো। জন্মাষ্টমীর দিন গ্রামের ৫০-৬০ জন মহিলা একত্রিত হয়ে দুর্গা পূজার খুঁটি পুজোতে ব্যস্ত। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াজোল এলাকার প্রত্যন্ত গ্রাম দানিকোলায় দেখা গেল এই ছবি।

গ্রাম থেকে এখনও সম্পূর্ণভাবে বন্যার জল কমেনি। দানিকোলা গ্রামের রুমা, ছবি, কল্পনা, সোনামণি, মিনারা সকলেই গৃহবধূ। তবে বন্যার জলের সঙ্গে লড়াইয়ে ওঁরা যেমন পিছপা হয় না, তেমনই কৃষিপ্রধান এলাকার এই গৃহবধূরা সংসার সামলে রান্না-বান্না করে জমিতে নেমে কৃষিকাজও করতে জানে। ওঁরা যেন দুই হাতেই দশভূজার কাজ করছে। গ্রামের এই গৃহবধূরাই মাতৃশক্তির আরাধনায় মেতেছেন।

এবারের পুজোর বাজেট প্রায় ৩ লক্ষ টাকা ধরা আছে। পুজো কমিটির তরফে রুমা ভুঁইয়া জানান, মূলত লক্ষ্মীর ভান্ডারের মাসিক বরাদ্দ থেকে এই পুজোর টাকা আসে। মাসে মাসে তাঁরা যে টাকা পাচ্ছেন, সেখান থেকেই বাঁচিয়ে টাকা জমিয়ে তাঁরা এই পুজোর আয়োজন করছেন। বন্যা কবলিত এলাকায় সারা বছর জলযন্ত্রণার মাঝে এই দুর্গোৎসব আলাদা উন্মাদনা এনেছে বলে জানাচ্ছেন গ্রামের অন্যান্যরা।

Scroll to Top