অভ্যুত্থানে হামলা মামলার আসামিরা ডাকসুর ভোটার-প্রার্থী হতে পারবে না: চিফ রিটার্নিং অফিসার

অভ্যুত্থানে হামলা মামলার আসামিরা ডাকসুর ভোটার-প্রার্থী হতে পারবে না: চিফ রিটার্নিং অফিসার

অভ্যুত্থানে হামলা মামলার আসামিরা ডাকসুর ভোটার-প্রার্থী হতে পারবে না: চিফ রিটার্নিং অফিসার

জুলাই অভ্যুত্থানে হামলা মামলার আসামিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাদের ভোট থেকে বিরত রাখা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

শুক্রবার (১৫ আগস্ট) ডাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ ও জমা বিষয়ক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

চিফ রিটার্নিং অফিসার বলেন, এখন পর্যন্ত ৪২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং ৭টি জমা পড়েছে। ভিপি পদে ১০টি মনোনয়নপত্র নেয়া হয়েছে। তাছাড়া, হল সংসদের জন্য ২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ১৮ আগস্ট পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ১৯ আগস্টের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

/আরএইচ

Scroll to Top