এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের! গোয়ার গ্রুপে রোনাল্ডোর ক্লাব

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের! গোয়ার গ্রুপে রোনাল্ডোর ক্লাব

Last Updated:

Mohun Bagan: মোহনবাগান সুপার জায়ান্ট পড়েছে গ্রুপ ডি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরানের সেপাহান এফসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি।

News18এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের! গোয়ার গ্রুপে রোনাল্ডোর ক্লাব
News18

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হলো মালয়েশিয়ার কুয়ালা লামপুরে। এই ড্রয়ে মোহনবাগান সুপার জায়ান্ট পড়েছে গ্রুপ ডি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরানের সেপাহান এফসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি। শক্তিশালী সেপাহান একসময় এশিয়ান চ্যাম্পিয়নস লিগের রানার্স আপ হয়েছিল (২০০৭), ফলে এই গ্রুপে মোহনবাগানের লড়াই সহজ হবে না।

অন্যদিকে, বড় চমক গ্রুপ সি-তে, যেখানে এফসি গোয়ার সঙ্গে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসর। যদিও রোনাল্ডো ভারতে আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়, তবে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। গোয়ার গ্রুপে আরও রয়েছে তাজিকিস্তানের এফসি ইস্তিকল ও ইরাকের এফসি জাওরা।

পশ্চিমাঞ্চলের দলগুলোকে চারটি পটে ভাগ করে ড্র হয়। মোহনবাগান ছিল পট ৩-এ, এফসি গোয়া পট ৪-এ। সবমিলিয়ে, ভারতীয় দুই ক্লাবের জন্যই এবারের গ্রুপ পর্ব হতে চলেছে কঠিন এবং রোমাঞ্চকর। ডুরান্ড কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। এখন নজর এশিয়ার বড় মঞ্চে।

প্রসঙ্গত, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মহারণ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচকেই প্রতিযোগিতার ফাইনাল হিসেবে দেখা হচ্ছে। ডুরান্ড কাপের পরই এএফসি নিয়ে তোরজোর শুরু করবে সবুজ-মেরুণ শিবির।

বাংলা খবর/ খবর/খেলা/

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের! গোয়ার গ্রুপে রোনাল্ডোর ক্লাব

Scroll to Top