Independence Day 2025: জাতীয় পতাকার পাশে উড়ছে আরও দুই, স্বাধীনতা দিবসে এ কোন পতাকার দেখা শান্তিপুরে! ‘বিরল’ দৃশ্য

Independence Day 2025: জাতীয় পতাকার পাশে উড়ছে আরও দুই, স্বাধীনতা দিবসে এ কোন পতাকার দেখা শান্তিপুরে! ‘বিরল’ দৃশ্য

Last Updated:

এবারের স্বাধীনতা দিবসে শান্তিপুরে দেখা গেল এক অনন্য দৃশ্য। শুধু জাতীয় পতাকা নয়, পাশাপাশি উত্তোলিত হল আরও দুটি পতাকা।

+

Independence Day 2025: জাতীয় পতাকার পাশে উড়ছে আরও দুই, স্বাধীনতা দিবসে এ কোন পতাকার দেখা শান্তিপুরে! ‘বিরল’ দৃশ্য

জাতীয় পতাকার পাশে আরও দুটি পতাকা উত্তোলন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার শান্তিপুরে এবারের স্বাধীনতা দিবসে দেখা গেল এক অনন্য দৃশ্য। শুধু জাতীয় পতাকাই নয়, পাশাপাশি উত্তোলন করা হল আরও দুটি পতাকা-মোহনবাগান ফুটবল দলের পতাকা এবং শান্তিপুর মেরিনার্স দলের পতাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ অগাস্ট সকালেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এখানে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। এরপর বিশেষভাবে মোহনবাগান ক্লাবের পতাকা ও শান্তিপুর মেরিনার্স ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। কারণ, স্বাধীনতা দিবসের দিনই এই দুই ক্লাবের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, ক্লাব সদস্য এবং এলাকার বাসিন্দারা। তিন পতাকা একসঙ্গে উত্তোলনের এই দৃশ্য অনেকের মন ছুঁয়ে গিয়েছে। আয়োজকদের মতে, “দেশপ্রেম ও ক্রীড়াপ্রেম – দুটোই আজ একসঙ্গে উদযাপন করতে পেরে আমরা গর্বিত।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শান্তিপুর মেরিনার্সের এক প্রবীণ সদস্য জানান, “আজ স্বাধীনতা দিবসের পাশাপাশি মোহনবাগান ক্লাবেও জন্ম। এই ক্লাব স্থাপন হয়েছিল ১৮৮৯ সালের ১৫ অগাস্ট। এই বছর ১৩৭’তম জন্ম দিবস মোহনবাগান ক্লাবের। শান্তিপুর মেরিনার্স ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই একই দিনে। সেই কারণে এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করলাম। তাই আজ এই বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি মোহনবাগান ক্লাব এবং শান্তিপুর মেরিনার্স ক্লাবের পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর সামাজিক কিছু কর্মসূচি পালন করা হবে। প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু নিজেদের দায়িত্ববোধ থেকে করে থাকি।”

Scroll to Top