Last Updated:
দিনের বেলা ভরা রাস্তায় সকলের সামনে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে ট্রাফিক পুলিশকে হেনস্থা।

চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ কর্তব্যরত ট্রাফিক পুলিশকে উর্দি কলার ধরে হেনস্থা করার অভিযোগ উঠল এক মহিলা-সহ চার তরুণের বিরুদ্ধে। দিনের বেলা ভরা রাস্তায় সকলের সামনে এমন ঘটনা ঘটেছে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে। শুক্রবারের ওই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পাঁচ জনকে। শনিবার আদালতে তোলা হল তাদের। এদিন মহিলা জামিন পান। বাকিরা এখনও জেল হেফাজতেই। অভিযুক্তদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রও রয়েছেন।
এমন দৃশ্য দেখে রীতিমত রাস্তায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সমীর সরকার। ট্রাফিক পুলিশকে উত্তেজিত যুবকদের হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে সমীরবাবুকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত দেওয়ার ঘটনা সামনে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার হয় ওই পাঁচ জন। শনিবার তাদের আদালতে তোলা হলে মহিলা জামিন পান। বাকিরা জেল হেফাজতে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 13, 2025 10:54 PM IST
ভরা রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা! উর্দির কলার ধরে… ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে জমেছে ভিড়