Last Updated:
আইনজীবীর আরও অভিযোগ, উক্ত ব্যবসায়ীকে রাজ্যের তরফে সাত কোটি পঁচাশি লক্ষ টাকা জরিমানা করা হলেও সেই টাকা ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি রাজ্য, এমনকি পুলিশের কাছে কোনও ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনার সিবিআই তদন্তের আর্জি করে মামলা হয়।

কলকাতা: মালদহের কালিয়াচক ৩ ব্লকের সাহাবাঞ্চক গ্রাম পঞ্চায়েতে রেশন দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ রেশন দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ করা হয়েছে সেই বিষয় আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
মামলাকারীর আইনজীবী তরুনজ্যোতি তেওয়ারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ওই এলাকার এক রেশন ব্যবসায়ী ব্যাপকহারে দুর্নীতি করেছেন। ওই গ্রামের জনসংখ্যা সাড়ে ছয় হাজার হলেও প্রায় বারো হাজার রেশন কার্ড ব্যবহার করে রেশন তুলে কালো বাজারি করতেন ওই রেশন ব্যবসায়ী। আইনজীবীর আরও অভিযোগ, উক্ত ব্যবসায়ীকে রাজ্যের তরফে সাত কোটি পঁচাশি লক্ষ টাকা জরিমানা করা হলেও সেই টাকা ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি রাজ্য, এমনকি পুলিশের কাছে কোনও ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনার সিবিআই তদন্তের আর্জি করে মামলা হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 13, 2025 9:33 PM IST