Last Updated:
Calcutta High Court: মালদহের কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে রাজস্থানে আটক করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার অভিযোগ। এখন বসিরহাট থানায় তাঁকে হস্তান্তর করেছে বিএসএফ। উপযুক্ত তথ্যপ্রমাণ দেখে আমির শেখ নামের ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বসিরহাট পুলিশকে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।

মালদহ: মালদহের কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে রাজস্থানে আটক করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার অভিযোগ। এখন বসিরহাট থানায় তাঁকে হস্তান্তর করেছে বিএসএফ।
উপযুক্ত তথ্যপ্রমাণ দেখে আমির শেখ নামের ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বসিরহাট পুলিশকে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। বসিরহাট পুলিশকে আমিরের মুক্তি নিয়ে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ অগাস্ট মামলার পরবর্তী শুনানি, বিএসএফকে তাদের অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই মামলার শুনানিতে কেন্দ্রের আইনজীবী আদালতে জানান, সীমানা পার করে অভিযুক্ত বাংলাদেশ যায়। সেখান থেকে ১২ অগস্ট আবার ভারতে আসার চেষ্টা করে। বিএসএফ আটক করে বর্তমানে স্থানীয় থানায় ওকে হ্যান্ড ওভার করেছে।
বিচারপতি তপব্রত চক্রবর্তী নির্দেশ দেন, “পুলিশ তাহলে ওকে বাবার হাতে তুলে দিক। তারপর বিএসএফ তাঁদের অবস্থান জানাবে”। শুনানি চলাকালীন সরকারি পক্ষের আইনজীবী দাবি করেন, অভিযুক্ত নিজের নাগরিকত্বের কোনও প্রমাণ দেখাতে পারেনি।
যা শুনে পরিবারে আইনজীবী বলেন, রাজস্থানে ওকে আটকে রাখার সময় নথি অভিযুক্তের থেকে কেড়ে নেওয়া হয়। সব পক্ষের বক্তব্য শুনে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 13, 2025 8:42 PM IST