প্রয়াত জ্যেষ্ঠ অভিনেত্রীর প্রয়াণে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ভারতের গণমাধ্যম আজকালকে বলেন, ‘একদিকে হয়তো ভালোই হয়েছে। যা অসহনীয় কষ্ট পাচ্ছিলেন, তার থেকে বেঁচে গেলেন। আসলে এত প্রাণপ্রাচুর্যে ভরা মানুষ ছিলেন, এত স্নেহ করতেন, খুব ভালবাসতেন। আমার সঙ্গে যোগাযোগ ছিল ফোনেই। বেশ কয়েক মাস তাঁর সঙ্গে দেখা হয়নি, কিন্তু ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। কী বলব আর, ভীষণ খারাপ লাগছে। “গীতা এলএলবি” ধারাবাহিকের শুটিংয়ে কত মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি, সেসব মনে পড়ছে।’
