নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় মামলা | চ্যানেল আই অনলাইন

নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় মামলা | চ্যানেল আই অনলাইন

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় চালক এনায়েত হোসেন শামীম ওরফে আকবরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান।

এরআগে শুক্রবার রাতে (৮ আগস্ট) বেগমগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে এ মামলাটি করেন প্রবাসী বাহার উদ্দিনের পিতা আব্দুর রহিম।

মামলায় আসামি মাইক্রোবাসচালক এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদরের হাজীরপাড়া ইউনিয়নের ফয়েজ আহমদের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, চালক এনায়েতের অসাবধানতা ও তাকে একাধিকবার সতর্ক করার পরও চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালান। আর তার ঘুমের ভাবের কারণে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে বাদীর পরিবারের সাতজনের প্রাণহানি ঘটেছে।

প্রসঙ্গত, ওমান থেকে বিমান বন্দরে নেমে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে গত বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনসহ পরিবারের সাতজন নিহত হন।

Scroll to Top